“উঠো, জাগো, এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না।
⁠ ⁠যতক্ষণ তুমি বিশ্বাস করছ যে তুমি দুর্বল, ততক্ষণ তুমি দুর্বলই থাকবে। ⁠তোমার ভবিষ্যৎ তোমারই হাতে।”


প্রতিদিন পরীক্ষা দেওয়া মানেই প্রতিদিন নিজের লক্ষ্য অর্জনের দিকে এক ধাপ এগোনো। পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করো — তুমি দুর্বল নও, তুমি শিখছ। ছোট পরীক্ষাগুলোই তোমার ভবিষ্যৎ গড়বে।

Scroll to Top